করোনাভাইরাস মহামারির মধ্যে অফিস খুলে দেয়া হলেও স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে সরকারি দফতরগুলোতে একসাথে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে অবস্থান করতে নিষেধ করা হচ্ছে।
২৫ শতাংশের বেশি কর্মকর্তা কখনোই অফিসে থাকবেন না





জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার গণমাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, “কর্মকর্তারা যেন কোনোভাবেই সংক্রমিত না হন, সেটি আমাদের প্রথম লক্ষ্য। সেজন্য ন্যূনতম সংখ্যক কর্মকর্তা নিয়ে আমরা প্রয়োজনীয় কাজগুলো করব।’
তিনি বলেন, ‘আমরা চাই একসাথে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা কখনোই অফিসে থাকবেন না। ২৫ শতাংশ কর্মকর্তা ঘরে বসে ভার্চুয়ালি অফিস করতে পারবেন। তার মানে হল একসাথে ৫০ শতাংশ কর্মকর্তা সব সময়ই কানেকটেড থাকছেন।’